এমএ চিদামবারাম স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিক চেন্নাইয়ের বোলিং তোপের মুখে পড়ে কলকাতার ব্যাটসম্যানরা। ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা।
চেন্নাইয়ের দীপক চাহার ৩টি, হরভজন সিং ও ইমরান তাহির ২টি এবং রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন। ১০৯ রানে সহজ টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সহজে রান তুলেতে পারেনি চেন্নাই।
শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় চেন্নাই। ফাফ ডুপ্লেসিস সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন। কলকাকাতার সুনীল নারাইন ২টি এবয় পিযুষ চাওলা ১টি উইকেট নেন।
চেন্নাইয়ের দীপক চাহার ম্যাচ সেরা হয়েছেন। এই জয়ে ৬ ম্যঅচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই। আর ৮ টয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে কলকাতা।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
আরএআর/এএটি