ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান-অস্ট্রেলিয়া খেলবে বিশ্বকাপ ফাইনাল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
পাকিস্তান-অস্ট্রেলিয়া খেলবে বিশ্বকাপ ফাইনাল! পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। ছবি: সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র ৪৯ দিন। প্রতিটি দল নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে। ক্রিকেট বিশেষজ্ঞরাও বসে নেই। এক এক জন তাদের পছন্দের দল ও দেশ নিয়ে বসে পড়েছেন বিশ্লেষণে। ৩০ মে ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের মাটিতে বসতে যাওয়া এবারের আসরে কে হবে চ্যাম্পিয়ন তাই নিয়ে এরই মধ্যে ভবিষ্যৎবাণীও দিতে শুরু করেছেন অনেকে। ব্যতিক্রম নন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারও।

২০ বছর আগে ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় শোয়েবের দেশ পাকিস্তান।  সেই তিক্ত স্মৃতি এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’।

তবে শোয়েবের মতে, আবারও ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রলিয়া ও পাকিস্তান। পাশাপাশি অবশ্য আয়োজক ইংল্যান্ডকেও ফেলে দিচ্ছেন না। তবে হটফেবারিট ভারতকে নিজের তালিকায় রাখছেন না তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক পোস্টের আলোচনায় শোয়েব জানান, অস্ট্রেলিয়া-পাকিস্তান ফাইনাল ভাবছেন তিনি, তবে ইংল্যান্ডকেও ফেলে দিচ্ছেন না। যদিও ভারত অনেকেরই পছন্দের তালিকায় তবে শোয়েব তাদের নিয়ে ভাবছেন না।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।