ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ ফ্লয়েড রেইফার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ ফ্লয়েড রেইফার ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ ফ্লয়েড রেইফার

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অস্থায়ী কোচের দয়িত্ব পেলেন দলটির সাবেক ব্যাটসম্যান ফ্লয়েড রেইফার। রিচার্ড পাইবাসের স্থলাভিষিক্ত হলেল তিনি। চলতি বছর জানুয়ারি মাসে পাইবাসকে ছয় মাসের জন্য প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়। বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত পাইবাসের প্রধান কোচের দায়িত্ব পালনের কথা ছিল।

তবে তিন মাস দায়িত্ব পালনের পর পাইবাসকে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফম্যান্স দলের পরিচালকের দায়িত্ব দেয় ক্রিকেট বোর্ড। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস জানান আগামী জুলাই ও আগস্ট মাসে ভারত সফরের পর প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ফলে অস্থায়ী কোচ ফ্লয়েড রেইফারের অধীনে বিশ্বকাপে অংশ নেবে ক্যারিবীয়রা।

বাংরাদেশ সময়: ০৭৪৮ ঘন্টা, এপ্রিল ১২, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।