ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল ছেড়ে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিচ্ছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
আইপিএল ছেড়ে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিচ্ছেন সাকিব আইপিএল ছেড়ে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিচ্ছেন সাকিব

বিশ্বকাপ ক্রিকেটের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। তবে দলের অন্যতম তারকা সাকিব আল হাসান বর্তমানে আইপিএল খেলতে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে ভারতে রয়েছেন। কিন্তু ঠিক সময়ই তিনি বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন।

মঙ্গলবার (এপ্রিল ১৬) বিশ্বকাপ দল ঘোষণার সময় ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘গতকাল আমরা সাকিবকে চিঠি দিয়েছি ক্যাম্পে যোগ দেওয়ার জন্য। আগামী ২২ অথবা ২৩ তারিখ সাকিব ক্যাস্পে যোগ দেবে বলে জানিয়েছে।

আইপিএলে সাকিব নিজ দলের হয়ে প্রথম ম্যাচ খেলা সুযোগ পেয়েছেন। এরপর সবগুলো ম্যাচেই সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। যদিও বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ডেকে নিয়ে গেছেন ভারতে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘন্টা, এপ্রিল ১৬, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।