ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

নক আউট পর্বে খেলার সামর্থ্য আছে বাংলাদেশের: রোডস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
নক আউট পর্বে খেলার সামর্থ্য আছে বাংলাদেশের: রোডস শিষ্যদের অনুশীলন তদারক করছেন স্টিভ রোডস-ছবি: বাংলানিউজ

বিশ্বকাপের জন্য প্রতিটি দেশই তাদের সেরা দল গড়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ সহ সবাই প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপ মিশনের জন্য। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই বলাই যায় যে এবারের বিশ্বকাপটা বাংলদেশের জন্য বড় এক চ্যালেঞ্জ। কোনো গ্রুপ না থাকায় সব দলের বিপক্ষেই লড়তে হবে টাইগারদের। তবে যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন টাইগার কোচ স্টিভ রোডস তার শিষ্যদের নিয়ে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মিরপুরে হোম অব ক্রিকেটে সংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রোডস বলেন, ‘যদি সত্যি কথা বলি, বেশ কয়েকটি ভালো দল এবারের বিশ্বকাপে যাচ্ছে। বাংলাদেশের ভালো খেলাটা কঠিন হবে।

তবে আমি বেশ কয়েকটি দেশকেই জানি যারা বাংলাদেশকে সমীহ করে। তারা জানে, যত ভালোই তারা খেলুক না কেন তাদের হারিয়ে দেওয়ার সামর্থ্য বাংলাদেশের আছে। ’

ছবি: বাংলানিউজইংলিশ কন্ডিশনে বাংলাদেশের ভালো করার অভিজ্ঞতা আছে। তাই আত্মবিশ্বাসী টাইগার কোচ বললেন, ‘সেটা আমরা প্রমাণ করেছি। আমি এখানে আসার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা গোটা কয়েক জয় পেয়েছি। আমরা এমন একটি দল যারা শীর্ষ দলগুলোকে হারাতে সক্ষম। ’

ছবি: বাংলানিউজ
তবে অতীত পরিসংখ্যানে পড়ে থাকতে চান না রেডাস। মাঠে খেলে সেটা প্রমাণের কথাও জানান তিনি, ‘আমাদের সেরা খেলাটিই খেলতে হবে। সেটাই হবে আমার বার্তা। আমরা যদি সত্যিই দূরে যেতে চাই, নক আউটে খেলতে চাই তাহলে আমাদের নিশ্চয়ই ভালো ক্রিকেট খেলতে হবে।  আমাদের সেই সামর্থ্য আছে। ' 

বাংলাদেশ সময়: ২১০৭ ঘন্টা, এপ্রিল ২৫, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।