ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বার্থের সংঘাত প্রশ্নে শচীনের উত্তর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
স্বার্থের সংঘাত প্রশ্নে শচীনের উত্তর শচীন টেন্ডুলকার-ছবি: সংগৃহীত

সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণকে স্বার্থের সংঘাত সংক্রান্ত নোটিশ পাঠায় ন্যায়পাল। তার উত্তরে ১৪টি পয়েন্ট উল্লেখ করে শচীন চিঠি দেন এথিক্স অফিসার সাবেক বিচারপতি ডিকে জেইন বরাবর। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেন মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কাজ করে তিনি কোনো আর্থিক সুবিধা নেন না।

সম্প্রতি মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্ত শচীনের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ দায়ের করেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস ও বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) জড়িত থাকায় এই নোটিশ পাঠানো হয়।

উত্তরে নিজের উপর আনিত অভিযোগ অস্বীকার করে শচীন জানিয়ে দিয়েছেন, মুম্বাইয়ের কাছ থেকে কোনো প্রকার অর্থ নেন না তিনি, এমনকি কোনো সিদ্ধান্তেও থাকেন না।

শচীন তার চিঠিতে লেখেন, তিনি সামগ্রিকভাবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন। এমনকি নোটিশে নির্দিষ্টতারও অভাব রয়েছে।   

নিজের চিঠিতে শচীন জানান, নোটিশ অনুযায়ী, মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর ‘আইকন’ হিসেবে ওই ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো অর্থ পান না টেন্ডুলকার এমনকি ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিনি চাকরিসূত্রেও চুক্তিবদ্ধ নন।

তিনি আরও জানান, তিনি দলের কোনো পদে নেই। এমনকি মুম্বাই দলের কোনো সিদ্ধান্ত তিনি নেন না। কোনো পরিচালনা ও শাসনব্যবস্থায়ও তিনি থাকেন না। এখানে কোনো স্বার্থের সংঘাত নেই। বোর্ডের কোনো নিয়মই তিনি ভাঙছেন না।

শচীনের পক্ষ থেকে জানানো হয়, সিএসিতে যোগ দেয়ার আগেই বোর্ড জানতো তিনি মুম্বাইয়ের সঙ্গে যুক্ত আছেন। তাই যে অভিযোগ শচীনের বিরুদ্ধে উঠছে, তা ভিত্তিহীন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।