ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

কেমন হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
কেমন হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি বিশ্বকাপের জার্সিতে বাংলাদেশের ক্রিকেটাররা-ছবি: শোয়েব মিথূন

২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচিত করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অফিসিয়ালি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে বিশ্বকাপের জার্সি তুলে দেন।

এ সময় বিশ্বকাপে সুযোগ পাওয়া ১৫ জনের মধ্যে ১৪জনই (সাকিব ছাড়া) উপস্থিত ছিল। আর বোর্ড কর্মমর্তাদের মধ্যে পাপন ছাড়াও আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস ও মাহবুব আনামরা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ মে বিশ্বকাপের পর্দা উঠবে। যেখানে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের জার্সিতে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে পোজ দিলে ক্রিকেটাররা-ছবি: শোয়েব মিথুন

মাশরাফিকে বিশ্বকাপের জার্সি বুঝিয়ে দিলেন পাপন-ছবি: শোয়েব মিথুন

প্রেসিডেন্ট, কোচ, ম্যানেজার ও নির্বাচকদের সঙ্গে ক্রিকেটাররা-ছবি: শোয়েব মিথুন

বিশ্বকাপের জার্সি উন্মোচন করলেন বোর্ড প্রেসিডেন্ট পাপন সঙ্গে মাশরাফি-ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।