ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারী আইপিএল খেলতে ভারতে যাওয়ার ভিসা পেলেন জাহানারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
নারী আইপিএল খেলতে ভারতে যাওয়ার ভিসা পেলেন জাহানারা ভিসা নিচ্ছেন জাহানারা আলম। ছবি: বাংলানিউজ

ঢাকা: ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ-আইপিএল খেলতে ভারতে যাওয়ার ভিসা পেলেন বাংলাদেশ জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম। 

সোমবার (২৯ এপ্রিল) ভারতের হাই-কমিশনার রিভা গাঙ্গুলি দাস জাহানারার হাতে ভারতের ভিসা তুলে দেন।

প্রথম কোনো বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন জাহানারা আলম।

ভারতের নারী টি-টোয়েন্টি লিগ তথা নারীদের আইপিএলের দল ‘ভেলেসিটি’র হয়ে খেলবেন তিনি। এমন সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এই টাইগ্রেস ডানহাতি পেসার।

‘ভেলোসিটি’র একাদশে সুযোগ পেয়ে ভালো কিছু করতে চান বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৩০টি আর টি-টোয়েন্টিতে ৩৯টি উইকেট নেয়া জাহানারা। ভারতসহ অন্যদেশের নারী ক্রিকেটের বড় তারকাদের বিপক্ষে খেলবেন জাহানারা। তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটা বড় পাওয়া বলেই মনে করেন তিনি।

আগামী ৬ মে থেকে ১১ মে ভারতের জয়পুরে হবে এ টি-টোয়েন্টি লিগ। ২০১৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে ‘ট্রেইলব্লেজার্স’ ও ‘সুপারনোভাস’ নামের দু’টি দল অংশ নিয়েছিল। এবারের টুর্নামেন্টে তৃতীয় দল হিসেবে অংশ নিচ্ছে ‘ভেলোসিটি’।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরএআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।