ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

একমাত্র ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মে ৪, ২০১৯
একমাত্র ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারালো ইংল্যান্ড টম কুরান ও বেন ফোকসের ব্যাটে জয় পেয়েছে ইংল্যান্ড-ছবি: সংগৃহীত

টম কুরান ও বেন ফোকসের ৯৮ রানের জুটিতে ভর করে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে স্বাগতিক আইরিশদের ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

শুক্রবার (৩ মে) ডাবলিনের মালাহাইডে বৈরি আবহাওয়ার কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রান সংগ্রহ করতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। কিন্তু এরপর ফোকসের অপরাজিত ৬১ রান আর টম কুরানের অপরাজিত ৪৭ রানের দুটি অসাধারণ ইনিংস খেলে দলকে জয় পাইয়ে দেন।

 

ইংলিশদের সঙ্গে সর্বশেষ ৭ সাক্ষাতের মাত্র ১টিতে জয়ের দেখা পেয়েছে আয়ারল্যান্ড। সেই ২০১১ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে পাওয়া জয়ের পর এই ম্যাচেও তারা জিতেই যেত তারা গুরুত্বপূর্ণ এক মুহূর্তে রিভিও নিতো। ফোকস তখন ৩৭ রানে ব্যাট করছিলেন। কিন্তু একবার জীবন পেয়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন এই অভিষিক্ত ব্যাটসম্যান।

আইরিশদের হয়ে ১০ ওভার বলে করে ৪৫ রান খরচে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছেন জশুয়া লিটল।  

এর আগে, ইংলিশ পেসার লিয়াম প্ল্যাঙ্কেটের দুর্দান্ত বোলিংয়ে ১৯৮ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। নতুন বলে সুইংয়ের পসরা সাজিয়ে বসা প্ল্যাঙ্কেট শেষ পর্যন্ত ৩৫ রানে তুলে নেন ৪ উইকেট। আইরিশদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান আসে পল স্টার্লিংয়ের (৩৩) ব্যাট থেকে। এছাড়া মার্ক রিচার্ডের ব্যাট থেকে আসে ৩২ রান।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।