ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ৭, ২০১৯
ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ .

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

মঙ্গলবার (৭ মে) ডাবলিনে ক্যাসেল অ্যাভিনিউতে জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় মাঠে নেমেছে টাইগাররা।  

আজকের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এরইমধ্যে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আইরিশদের হারিয়ে উড়ন্ত সূচনা করেছে।

অপরদিকে প্রস্তুতিমূলক ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে ৮৮ রানে হেরে সফর শুরু করেছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন এসেছে। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ১৭৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলা জন ক্যাম্পবেল পিঠের ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছেন। তার বদলে জায়গা পেয়েছেন শেন ডওরিচ ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেন ডওরিচ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্স, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ, শেলডন কোটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।