ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ফাইনালে যেতে হলে আমাদের আরও ভালো খেলতে হবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ৮, ২০১৯
‘ফাইনালে যেতে হলে আমাদের আরও ভালো খেলতে হবে’ মাশরাফি বিন মর্তুজা। ছবি: শোয়েব মিথুন

ত্রিদেশীয় সিরিজের শুরুতে প্রস্তুতি ম্যাচেই হার, তার উপর কন্ডিশন তো আছেই। সব মিলিয়ে মঙ্গলবার (০৭ মে) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে বেশ চিন্তিতই ছিলো টাইগাররা। কিন্তু সব দুশ্চিন্তা উড়িয়ে দিয়ে ৮ উইকেট ও ৩০ বল হাতে রেখেই জয় পেয়ে যায় মাশরাফি বিন মর্তুজার দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই উইন্ডিজদের এক কথায় উড়িয়ে দিয়েছে বাংলাদেশ, কিন্তু অধিনায়কের মতে এই সিরিজের ফাইনালে খেলতে হলে আরও ভালো কিছু করতে হবে দলকে।

একদিকে বল হাতে বাংলাদেশের বোলারদের দারুন ইকোনমি বোলিং যেমন চাপে রাখে উইন্ডিজদের অপরদিকে তামিম ইকবাল-সৌম্য সকারের শতরানের উদ্বোধনী জুটি এবং সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দারুন ফিনিশিংয়ে ভর করেই আসে ৮ উইকেটের বড় জয়।  এমন পারফরম্যান্সের পরেও সন্তুষ্ট হতে রাজি নন টাইগার অধিনায়ক মাশরাফি।

তিনি বরং মনোযোগ দিতে চান পরের ম্যাচের দিকে। যাতে করে ফাইনালে খেলার পথ সহজ হয় তার দলের।

ম্যাচপরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘ফাইনালে যেতে হলে আমাদের আরও ভালো এবং শক্তভাবে ক্রিকেট খেলতে হবে। তাই সামনের ম্যাচগুলোর দিকেই আপাতত তাকিয়ে আছি। ’

‘যেকোনো টুর্নামেন্টের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে হারের পর ছেলেরা আজকের শুরুটা অনেক ভালো করেছে। এতে পরের ম্যাচের জন্য ভালো অবস্থানে থাকবে দল। ’

বৃহস্পতিবার (৯ মে) স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।