ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ১২, ২০১৯
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কোহলি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন কোহলি। ছবি: সংগৃহীত

ব্যস্ততার কারণে সময় মতো প্রয়োজনীয় কাগজ জমা না দেওয়ার ফলে এবার জাতীয় নির্বাচনে ভোটার হতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, এমনই একটি সংবাদ চাউর হয় ভারতীয় সংবাদমাধ্যমে। কিন্তু সে সংবাদকে মিথ্যা প্রমান করে রোববার (১২ মে) ষষ্ঠ দফা নির্বাচনের দিন সকালবেলা ভোট দেন কোহলি। 

কোনো বিশেষ ব্যবস্থায় নয় সাধারন মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই নিজের নাগরিক অধিকার পালন করেন এই ক্রিকেটের রেকর্ড বয়।
 
রাজধানী দিল্লির কিছুটা দক্ষিণের শহর গুরুগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দেন কোহলি।

ভোট দেয়ার পর আঙ্গুলের কালি দেখিয়ে ছবিও টুইটারে পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, ‘দেশ গঠনে ভোট আপনার অধিকার ও দায়িত্ব। ভোট দিন। ’
 
এনডিটিভির এক ভিডিওতে দেখা যায়, ছোট ভাই বিকাশের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন কোহলি। তবে ভোট শেষে অবশ্য ভক্তদের মধুর অত্যাচার থেকে বাঁচতে পারেননি বিশ্বসেরা এই ব্যাটসম্যান। ভোটের লাইনে দাঁড়ানো অন্য ভক্তদের কেউ করমর্দন করছেন, কেউবা অটোগ্রাফ চাইছেন তার কাছে। এক ভক্তকে দেখা যায় ফুলের তোড়া নিয়ে হাজির বিরাট কোহলির জন্য।
 
কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মুম্বাইয়ের ভোটার হওয়ার কারণে আগেই চতুর্থ দফার নির্বাচনে ভোট দেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।