ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির জোড়া আঘাতের পর উইকেট পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৯
মাশরাফির জোড়া আঘাতের পর উইকেট পেলেন সাকিব .

ফের একবার বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন উইন্ডিজ ওপেনার শাই হোপ। কিন্তু এবার আর তাকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে দেননি টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজা। ৪১তম ওভারের শেষ বলে মাশরাফির লাফিয়ে উঠা বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এর আগে বাংলাদেশের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি হাঁকানো হোপ (৮৭)।  এর ১ ওভার পর ফের উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে (৬২) মুশফিকের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন মাশরাফি। পরের ওভারেই ফ্যাবিয়েন অ্যালেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। ৪৭তম ওভার শেষে উইন্ডিজের স্কোর ৭ উইকেটে ২২৮।

টাইগারদের বিপক্ষে টানা চতুর্থ সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন হোপ। ত্রিদেশীয় সিরিজে অধিনায়ক জেসন হোল্ডারকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়েছেন তিনি।

দুজনে মিলে যোগ করেছেন ঠিক ১০০ রান। তবে দলীয় ১৯৯ রানে মাশরাফির বলে পুল শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন হোপ। সেঞ্চুরির চেয়ে ১৩ রান দূরে থাকতে বিদায় নেওয়ার আগে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সর্বশেষ ১৫টি ওয়ানডেতে তার গড় ৮৫.৫০।

হোপের বিদায়ের এক ওভার বাদেই সেট ব্যাটসম্যান হোল্ডারকে তুলে নেন মাশরাফি। ৬২ রানের ইনিংস খেলার পথে তিনি চার মেরেছেন ৩টি আর ছক্কা হাঁকিয়েছেন ১টি। পরের ওভারেই অ্যালেনকে বিদায় করে দেন সাকিব। ১০ ওভার শেষে মাত্র ২৭ রান খরচে ১ উইকেট নেওয়া সাকিবই উইন্ডিজের রানের চাকা আটকে রাখতে বড় ভূমিকা রেখেছেন।

এর আগে বাংলাদেশকে ব্যাক টু ব্যাক সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। রোস্টন চেজের পর তার শিকার মাঠ ছাড়েন জোনাথন কার্টার। আগের ম্যাচে ফিফটি করা চেজকে এ ম্যাচে বেশিক্ষণ টিকতে দেননি মোস্তাফিজ। দলীয় ২০তম ওভারে ১৯ রান করা চেজকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে ফেরান কাটার মাস্টার। পরে ২৪তম ওভারে ব্যক্তিগত ৩ রানে থাকা কার্টারকে এলবির ফাঁদে ফেলে বিদায় করেন তিনি।

ড্যারেন ব্রাভোকে বিদায় করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদি হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের দলীয় ৫৬ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে থাকা ব্রাভোকে এলবির ফাঁদে ফেলেন স্পিনার মিরাজ।

নিজের করা তৃতীয় ওভারে সুনীল অ্যামব্রিসকে ফিরিয়ে উইকেটের সূচনা করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ৩৭ রানে ও অ্যামব্রিসের ব্যক্তিগত ২৩ রানে ফিরিয়ে দেন মাশরাফি। তৃতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে থাকে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন ক্যারিবিয়ান ওপেনার। ডানদিকে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন সৌম্য।

এর আগে দলে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। সোমবার (১৩ মে) ডাবলিনে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় দল দুটি।

বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। আগের ম্যাচ খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পিঠের ইনজুরিতে অভিষেক হয় ডানহাতি পেসার আবু জায়েদ রাহির। ক্যারিবিয়ানদের দলেও এসেছে পরিবর্তন। ডানহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের পরিবর্তে বার্বাডোজ অলরাউন্ডার রেয়মন রেফারকে দলে নেন দলনেতা হোল্ডার।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।