ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

২৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মে ১৪, ২০১৯
২৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ .

শুরুতে ব্যাট করে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল উইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং করছে বাংলাদেশ। ১ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৫ রান।

বাংলাদেশ বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় এ ম্যাচেও দলীয় সংগ্রহ খুব বেশি বড় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আতঙ্কের নাম শাই হোপ টানা টাইগারদের বিপক্ষে টানা চতুর্থ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।

ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করতে সমর্থ হয় ক্যারিবীয়রা।  

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। সোমবার (১৩ মে) ডাবলিনে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় দল দুটি।

নিজের করা তৃতীয় ওভারে সুনীল অ্যামব্রিসকে ফিরিয়ে উইকেটের সূচনা করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ৩৭ রানে ও অ্যামব্রিসের ব্যক্তিগত ২৩ রানে ফিরিয়ে দেন মাশরাফি। তৃতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে থাকে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন ক্যারিবিয়ান ওপেনার। ডানদিকে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন সৌম্য।

ড্যারেন ব্রাভোকে বিদায় করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদি হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের দলীয় ৫৬ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে থাকা ব্রাভোকে এলবির ফাঁদে ফেলেন স্পিনার মিরাজ।

বাংলাদেশকে ব্যাক টু ব্যাক সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। রোস্টন চেজের পর তার শিকার মাঠ ছাড়েন জোনাথন কার্টার। আগের ম্যাচে ফিফটি করা চেজকে এ ম্যাচে বেশিক্ষণ টিকতে দেননি মোস্তাফিজ। দলীয় ২০তম ওভারে ১৯ রান করা চেজকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে ফেরান কাটার মাস্টার। পরে ২৪তম ওভারে ব্যক্তিগত ৩ রানে থাকা কার্টারকে এলবির ফাঁদে ফেলে বিদায় করেন তিনি।

শাই হোপ যেন বাংলাদেশের আশায় আঘাত করার অন্যতম অস্ত্র। এর আগে টাইগারদের বিপক্ষে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন এই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। এবার চতুর্থ সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছে। ত্রিদেশীয় সিরিজে অধিনায়ক জেসন হোল্ডারকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়েছেন তিনি।

ফের একবার বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন উইন্ডিজ ওপেনার শাই হোপ। কিন্তু এবার আর তাকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে দেননি টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজা। ৪১তম ওভারের শেষ বলে মাশরাফির লাফিয়ে উঠা বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এর আগে বাংলাদেশের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি হাঁকানো হোপ (৮৭)।  

এর ১ ওভার পর ফের উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে (৬২) মুশফিকের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন মাশরাফি। পরের ওভারেই ফ্যাবিয়েন অ্যালেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। ৪৭তম ওভার শেষে উইন্ডিজের স্কোর ৭ উইকেটে ২২৮।

৪৯তম ওভারে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। অ্যাশলে নার্স ও রেয়মন রেইফারকে ফেরান তিনি। ফলে ৪ উইকেট নিয়ে টাইগার বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল ছিলেন তিনি। মাশরাফি তুলে নেন ৩টি উইকেট। এছাড়া সাকিব আল হাসান ও মিরাজ একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।