ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে সুস্থ হয়ে ফিরবেন স্টেইন-রাবাদা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মে ১৫, ২০১৯
বিশ্বকাপে সুস্থ হয়ে ফিরবেন স্টেইন-রাবাদা দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন ও কাগিসো রাবাদা-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন জানিয়েছেন, বিশ্বকাপে সুস্থ ডেল স্টেইন এবং কাগিসো রাবাদাকে পাওয়া যাবে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই প্রোটিয়াদের এই দুই সেরা পেসারকে পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন তিনি।

২০১৯ বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

সেই ম্যাচেই স্টেইন ও রাবাদা ফিরতে পারেন মূল একাদশে, এমনটাই আশা গিবসনের, ‘রাবাদা এবং ডেলকে নিয়ে একটা ইস্যু আছে। কিন্তু আমরা অনুভব করছি দু’জনে নিজেদের পথে আছে। তারা সম্পূর্ণ সুস্থ হয়ে বিশ্বকাপে জায়গা করে নেবে। ’

কাঁধে চোট পাওয়ায় সম্প্রতি শেষ হওয়া আইপিএলের মাঝপথ থেকে ফিরতে হয় স্টেইনকে। রাবাদাও চোট পান আইপিএলে। এবারের আইপিএল আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন রাবাদা।

বিশ্বকাপকে সামনে রেখে ১৯ মে ইংল্যান্ডে উড়াল দেবে গিবসনের দল।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ১৫, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।