ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মে ২২, ২০১৯
বিশ্বকাপের আগেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে সাকিব অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে সাকিব-ছবি:সংগৃহীত

বিশ্বকাপের আগে দারুণ এক সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। রশিদ খানকে পেছনে ফেলে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ফের শীর্ষস্থান দখল করলেন এই তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলার সুবাদে নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন সাকিব।

ত্রিদেশীয় সিরিজে সাকিব দুটি হাফসেঞ্চুরিতে ১৪০ রান করেছেন। চোটের কারণে ফাইনাল খেলতে না পারলেও সিরিজে দুটি উইকেটও তুলে নিয়েছেন তিনি।

শীর্ষে ওঠা সাকিবের বর্তমার রেটিং পয়েন্ট ৩৫৯। আর দুইয়ে নেমে যাওয়া আফগানিস্তানের রশিদ খানের পয়েন্ট ৩৩৯।

সাকিব ও রশিদের পর শীর্ষ পাঁচে অন্যরা হলেন, আফগানের মোহাম্মদ নবী, পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।