ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এমন আচরণের জন্য অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
‘এমন আচরণের জন্য অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত’ ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে আসছে। কিন্তু তাতেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সুদৃষ্টিতে আসেনি বাংলাদেশ ক্রিকেট। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৯ বছরে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে নিয়মিত খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ।

এ যাবৎ মাত্র দুইবার অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। এতটা সময় ধরে সেই আক্ষেপ নিয়েই আছে বাংলাদেশের ক্রিকেটাররা।

চলতি বিশ্বকাপের সবশেষ ম্যাচে  অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শেষেও সেই হতাশা আবারও প্রকাশ পেয়েছে ক্রিকেটারদের ভাষ্যে। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮২ রানের লক্ষ্য তাড়া না করতে পারলেও ৩৩৩ রান করেছে বাংলাদেশ।  

এত কিছুর পরও নতুন ফিউচার ট্যুর প্রোগ্রামেও (এফটিপি) নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজ! দুটি টেস্ট খেলার জন্য আগামী বছর জুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে বর্তমান এফটিপিতে ২০২৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের কোনো টেস্ট নেই।

এসব দেখে খোদ অস্ট্রেলিয়ার ক্রীড়া সাংবাদিকরাই চটেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উপর। হতাশা প্রকাশ করে ইংলিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট সংবাদ সংগ্রহকারী অ্যাডাম কলিন্স নিজের টুইটে লেখেন, ‘অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো বাংলাদেশকে ক্রিকেট বিশ্বের আবর্জনা হিসেবেই বিবেচনা করছে। আমাকে অবাক করেছে, ২০২৩ সাল পর্যন্ত এফটিপি অনুযায়ী একটি সিরিজও খেলবে না বাংলাদেশ! এটি লজ্জার!’

অস্ট্রেলিয়ার মাটিতে কেন বাংলাদেশের সিরিজ নেই সেটির কড়া সমলোচনা করে, বিষয়টিকে ভীষণ হতাশার বলে মনে করেন বিবিসির সাংবাদিক জিম ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার আরেক বিখ্যাত সাংবাদিক মেলিন্ডা ফারেল লিখেছেন, ‘এটা খুবই আশ্চর্য্যের বিষয়। এমন আচরণের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত। ’

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।