ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিজয়ে খুলনায় উল্লাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
টাইগারদের বিজয়ে খুলনায় উল্লাস

খুলনা: আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। টাইগারদের জয়ে খুলনার ক্রিকেট প্রেমীরা মেতে উঠেছে আনন্দ উল্লাসে।

বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর সোমবার (২৪ জুন) রাতে মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে বড় পর্দায় খেলা দেখা দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন আনন্দ উল্লাসে।

অপরদিকে, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উল্লাস করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর হলের টিভি রুমে শিক্ষার্থীরা রীতিমতো ‘বাংলাদেশ বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত করে তোলে।

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে দারুণ জয় তুলে নেওয়ায় জাতিসংঘ শিশু পার্ক থেকে আনন্দ মিছিল বের করেন ক্রিকেট ভক্তরা। নগরীর অনেক স্থানে হয়েছে মোটরসাইকেল র‌্যালি। জমকালো আতশবাজি দিয়ে উল্লাস করে নগরবাসী।

জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বাংলানিউজকে বলেন, এ আনন্দ বলে বোঝাবার নয়। বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয়ের পাশাপাশি সেমিফাইনালে খেলার আশাও টিকিয়ে রাখলো টাইগারেরা। আমরা আগামী খেলাগুলোতেও নিজেদের সেরা নৈপুণ্য দেখিয়ে জিতবো।

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ১৫ সদস্যের মধ্যে খুলনা বিভাগের ৭ ক্রিকেটার রয়েছেন। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া খুলনা বিভাগের সাত কৃতী সন্তান- মাশরাফি, সাকিব, রুবেল, মোস্তাফিজ, মিরাজ, সৌম্য, মিঠুন। খুলনা থেকে বেশি খেলোড়ার থাকায় এ বিজয়ে এখানে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এমআরএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।