ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রিফাত হত্যার বিচারের দাবিতে সরব মুশফিক-রুবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
রিফাত হত্যার বিচারের দাবিতে সরব মুশফিক-রুবেল রিফাত হত্যার বিচার চান রুবেল হোসেন ও মুশফিকুর রহিম-ছবি: সংগৃহীত

বুধবার (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজ রোডে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবার সরব হয়েছেন জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও রুবেল হোসেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমি মুশফিকুর রহিম এবং আমি রিফাত হত্যার সুবিচার চাই। ' মুশফিক তার স্ট্যাটাসে  #JusticeForRifat হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।

এদিকে মুশফিকের মতোই জাতীয় দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘আমি রুবেল হোসেন এবং আমি রিফাত হত্যার বিচার চাই। ' তিনিও #JusticeForRifat হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।

মুশফিক ও রুবেলের ফেসবুক স্ট্যাটাস এরইমধ্যে সাড়া ফেলে দিয়েছে। তাদের প্রশংসা করছেন নেটিজেনরা। এছাড়া তাদের সঙ্গে সহমত প্রকাশ করে একই হ্যাশট্যাগ ব্যবহার করে স্ট্যাটাসও দিচ্ছেন অনেকে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।