ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফুদ্দিনকে শুভকামনা জানিয়ে ফেনীতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
সাইফুদ্দিনকে শুভকামনা জানিয়ে ফেনীতে র‌্যালি

ফেনী: বিশ্বকাপে মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা উপলক্ষে জাতীয় ক্রিকেট দলসহ ফেনীর ছেলে ক্রিকেটার সাইফুদ্দিনের প্রতি শুভকামনা জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেছে ফেনীর শতশত টাইগার সমর্থকরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ফেনী ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের সালাম সেন্টারের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ট্রাংক রোড, কলেজ রোড ও মিজান রোডসহ শহরের প্রধান সড়ক ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়।

এতে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, সদস্য জহির উদ্দিন মাহমুদ মুকুট, তৌহিদুল ইসলাম তুহিন, আশরাফুল আনোয়ার শিমুল, নুরুল আফছার শাহাজাদা, আমজাদ হোসেন বিপ্লব, ওসি-তদন্ত সাজ্জাদুল ইসলাম পলাশ, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমন উল হক, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রবিন, সদস্য মহিবুল হক চৌধুরী রাসেল, আসাদুজ্জামান দারা, সহ-সভাপতি মনিরুল হক মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু, বিধান চন্দ্র সেন, কাউছার আলম চৌধুরী তৈমুর, মোশাররফ হোসেন সুমন, আসাদুজ্জামান মজনু, কামরুল হাসান, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ কপিল উদ্দিন মাহমুদ, গিয়াস উদ্দিন সোহাগ, তানভীর রায়হান, বিভিন্ন একাডেমির কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।