ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

তাইজুলের ৮ উইকেটে লিড নিল বিসিবি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
তাইজুলের ৮ উইকেটে লিড নিল বিসিবি  তাইজুল ইসলাম: ছবি-সংগৃহীত

মুমিনুল হক ও নাজমুল হাসান শান্তুর সেঞ্চুরিতে রান পাহাড়ে চূড়ায় ওঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। বল হাতেও দাপট দেখালো তারা। তৃতীয় দিনে ভারতের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৩৫৩ রানে অলআউট করেছে বিসিবি। তাইজুল ইসলাম একাই শিকার করেছন ৮ উইকেট। 

বিসিবি একাদশ চতুর্থ দিন অর্থাৎ টেস্টের শেষ দিন এবং দ্বিতীয় ইনিংস শুরু করবে ১৮৯ রানের লিড নিয়ে। শুক্রবার (১২ জুলাই) তৃতীয় দিনের বাকি ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান নিয়ে দিন শেষ করেছে তারা।

সাইফ হাসান (১৫) ও মুমিনুল হক (১) অপরাজিত আছেন। দলীয় ৪১ রানে ওপেনার জহুরুল ইসলামকে (২৫) হারায় বিসিবি।  

দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ১১৪ রান করা বিদর্ভ তৃতীয় দিনে গুঁটিয়ে যায় ৩৫৩ রান তুলতেই। ভাগ্যটা তাদের ভালই বলতে হবে। ৩ রানের জন্য ফলোঅন এড়াতে পেরেছে। চার দিনের টেস্টে ব্যবধানটা ১৫০ রানের হলে ফলোঅনে পড়তে হয়। সে জায়গায় দু’দলের ব্যবধান ছিল ১৪৭ রানের। বিসিবি ৭ উইকেটে ৫০০ রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে।  

আগের দিন ৬২ রানে অপরাজিত থাকা অক্ষয় কোলহারকে আর কোনো রান করতে দেননি তাসকিন আহমেদ। বিদর্ভের হয়ে কেবল লড়াই করেছেন তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে নামা অথর্ব দেশপান্ডে। কোলহারকে হারানোর পর অথর্ব তাইদের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন তিনি।  

তাইদের ফিফটি ও দেশপান্ডের সেঞ্চুরি দুই-ই কেড়ে নেন তাইজুল। তাইদে করেছেন ৪৫ ও দেশপান্ডে ব্যাট থেকে এসেছে ৯১ রান। এই দু’জন ছাড়া বিসিবির বোলারদের সামনে আর দাঁড়াতে পারেননি কেউ। দশম ব্যাটসম্যান হিসেবে নামা আরিফুল হকের শিকার রজনীশ গুরবানি ছাড়া আর সবাইকে সাজঘরের পথে দেখিয়ে দিয়েছেন তাইজুল। তবে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ঝলক দেখিয়েছেন দর্শন নালখান্দে। ৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি।  

‘মিনি রঞ্জি’ খ্যাত কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ভারতে খেলতে গেছেন মুমিনুল-তাসকিনরা। বুধবার (১০ জুলাই) সফরের প্রথম ম্যাচের প্রথম দিন শুরু করে বিসিবি একাদশ। আলুর-২ গোল্ডেন ওভাল স্টেডিয়ামে চার দিনের টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ২ উইকেটে ৩০৩ রান করে বিসিবি।  
 
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।