ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগান ‘এ’ দলের কাছে ইমরুলদের সিরিজ হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আফগান ‘এ’ দলের কাছে ইমরুলদের সিরিজ হার ছবি:সংগৃহীত

বাংলাদেশ ও আফগানিস্তানের ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। ফলে দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগান ‘এ’ দল।

চট্টগ্রামে শেষ দিনে প্রথম ইনিংসে ২ উইকেটে ১১২ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। যেখানে ২০০ রানে অলআউট হয় ইমরুল কায়েসের দল।

৩৮ রানে অপরাজিত থাকা রকিবুল হাসান ৬১ রান করে আউট হন।

জাবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে উসমান ঘানির উইকেট হারায় আফগান ‘এ’ দল। এরপর দ্বিতীয় উইকেটে ১৩৩ রান যোগ করেন ইব্রাহীম জাদরান ও বাহির শাহ। ইব্রাহীম ৯৬ রান করে আউট হন। ২ উইকেটে ১৬৩ রান তোলার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

বাহির ৫২ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ ‘এ’ দলের তানভীর ইসলাম একটি উইকেট নেন।

এর আগে বৃষ্টির কারণে প্রথম দিনে আংশিক খেলা হয়। দ্বিতীয় দিন খেলা মাঠে গড়ায়নি আর তৃতীয় তিন দেরিতে খেলা শুরু হয়।

প্রথম চার দিনের ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় আফগানিস্তান ‘এ’ দল।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।