ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ: সুজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
শ্রীলঙ্কা সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ: সুজন খালেদ মাহমুদ সুজন-ছবি: শোয়েব মিথূন

বিশ্বকাপের পর সেভাবে বিশ্রামের সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। এ মাসের শেষেই শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে খেলতে যাবে টাইগাররা। যদিও অন্তবর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে খেলবে বাংলাদেশ। তবে বুধবার (১৭ জুলাই) সিরিজকে ঘিরে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মাশরাফি-মুশফিকরা।

এই সিরিজে আগেই বিশ্রাম নিয়ে রেখেছেন দলের সেরা তারকা সাকিব আর হাসান। আর ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন লিটন দাশ।

তবে কোচ সুজন জানিয়েছেন, এই সিরিজ দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন, ‘প্রতিটা ট্যুরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। দলের সঙ্গে যখন আমি থাকি তখন আমিও চ্যালেঞ্জের মধ্যেই থাকি। ম্যানেজার হিসেবে কাজ করলেও চ্যালেঞ্জ থাকে। শ্রীলঙ্কা সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। যদিও আমরা এই সিরিজে কিছু খেলোয়াড়কে মিস করব, তবে আমি মনে করি আমাদের দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা এর আগেও খেলেছি। তবুও আমি আশা করি আমরা ভালো করবো। ’

এদিকে এখনও সুজনের ব্যাপারে কোচ হিসেবে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। তবে দেশের প্রয়োজনে যেকোনো সময় প্রস্তুত রয়েছেন তিনি, ‘বোর্ড আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। আকরাম ভাই আমাকে বলেছেন কোচ হিসেবে কাজ করতে। যেহেতু এখন আমাদের কোচ নেই। বোর্ড এখন পর্যন্ত আমার সঙ্গে অফিসিয়ালি কোনো যোগাযোগ করেনি। সবচেয়ে বড় কথা, আমি এতো দিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছি। দেশের স্বার্থে আমি সবসময় কাজ করে যেতে চাই। দেশের যদি আমাকে প্রয়োজন হয় আমি প্রস্তুত। ’

২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।