ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশই ফেভারিট: মোসাদ্দেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশই ফেভারিট: মোসাদ্দেক মোসাদ্দেক হোসেন সৈকত/ছবি: শোয়েব মিথুন

বিশ্বকাপের রাউন্ড-রবিন লিগ পর্ব থেকেই বিদায় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে বিশ্বকাপ মিশন শেষ করেও দম ফেলার ফুরসত নেই। এবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফর। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ১ পয়েন্টের ব্যবধান নিয়ে এক ধাপ এগিয়ে ছিল লঙ্কানরা। তবে আসন্ন সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

এবারের বিশ্বকাপে ১০ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল আটে। ১ পয়েন্ট বেশি নিয়ে লঙ্কানরা ছিল ছয়ে।

তবে শক্তি ও সামর্থ্যের বিবেচনায় বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অনেকে। তাছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলের ম্যাচটি বৃষ্টি বাগড়ায় ভেস্তে না গেলে পয়েন্ট টেবিলের চিত্রটা ভিন্ন রকমও হতে পারত।  

বিশ্বকাপের আগে সর্বশেষ মুখোমুখি হওয়া ৩ ম্যাচেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সবমিলিয়ে আসন্ন সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অনেকে। মোসাদ্দেকও তাই মনে করেন।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে এরইমধ্যে অনুশীলন শুরু করেছে টাইগাররা। বৃহস্পতিবার (১৮ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে সংবাদ মাধ্যমকে মোসাদ্দেক বলেন, ‘শ্রীলঙ্কার চেয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি বলেই মনে করি। ব্যাটিং-বোলিং দেখলেই বিষয়টা লক্ষ্য করা যায়। আমাদের অভিজ্ঞতাও অনেক বেশি। তাই ওদের বিপক্ষে আমরাই ফেভারিট থাকবো। ’

তবে নিজের এগিয়ে রাখলেও প্রতিপক্ষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলেই মনে করেন মোসাদ্দেক, ‘বিশ্বকাপের আগে থেকেও আমরা ব্যাটিংয়ে ভালো ছন্দে আছি। তবে কোনো দলকে ছোট করে দেখার সুযোহ নেই। শ্রীলঙ্কাও পিছিয়ে নেই, তারাও ভালো দল। ’

শ্রীলঙ্কা সফরে খেলবেন না সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনেই ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন। তবে তাদের অভাব দলের পারফরম্যান্সে পড়বে না বলেই মনে করেন মোসাদ্দেক, ‘সাকিব ভাই ও লিটনের পরিবর্তে যারা সুযোগ পেয়েছে তারাও ভালো ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটেও তারা নিয়মিত ভালো খেলেই দলে সুযোগ পেয়েছে। আমার মনে হয় বেশ ভারসাম্যপূর্ণ দল নিয়েই শ্রীলঙ্কা সফরে যাচ্ছি। ’

শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। তবে সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোয় একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।