ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট কোনো খেলা নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
ক্রিকেট কোনো খেলা নয় ক্রিকেট। ছবি-সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের পরেই আসে ক্রিকেটের নাম। একদিকে বলতে গেলে উপমহাদেশে ক্রিকেটকেই এক নম্বর খেলা মানা হয় জনপ্রিয়তার দিক থেকে। অথচ সেই ক্রিকেটকে কোনো খেলা হিসেবেই মানতে নারাজ রাশিয়া। 

আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে খেলা হিসেবে অস্বীকার করেছে রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়। বার্ষিক এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রী পাভেল কলোভকভ এ বিষয়ে জানিয়ে দিয়েছেন।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পরের দিনই এই বিজ্ঞপ্তি প্রকাশ করে রাশিয়া।

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় এই দেশটি তাদের খেলার তালিকায় নিবন্ধিত করেছে আইস স্টক, কার্লিং, কর্ফবলের মতো অপরিচিত নামগুলো। ক্রিকেটের সঙ্গে স্বীকৃত খেলার তালিকা থেকে বাদ দিয়েছে থাই বক্সিংকেও। যেটি 'মুয়াই থাই' নামে জনপ্রিয়। এই খেলাটিও অনেক দেশেই বেশ জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।