ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চাইনি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চাইনি’ সিকান্দার রাজা। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে ক্রিকেটের সদস্য পদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটির ক্রিকেট বোর্ডকে এখন থেকে আর কোনো অনুদানও দেবে না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এছাড়া আইসিসির কোনো ইভেন্টেও অংশগ্রহণ করতে পারবে না তারা। এর ফলে আসছে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা নিয়ে ঝুঁকিতে পড়লো দেশটি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনে আইসিসির বোর্ড মিটিং শেষে এমন সিদ্ধান্ত দেওয়া হয়। সেখানে এক বিবৃতিতে বলা হয়, বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়েছে।

আইসিসির তরফ থেকে জানানো হয়, জিম্বাবুয়ে ক্রিকেট আইসিসির সংবিধানের ধারা (সি) এর ২.৪ ও (ডি) লঙ্ঘন করেছে। যেখানে জুন মাসে জিম্বাবুয়ে সরকার দেশটির পুরো ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করে একটি মধ্যবর্তী কমিটি করে দেয়।

আইসিসির এমন ঘোষণার পর এক প্রকার মুষড়ে পড়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা একরাশ হতাশা নিয়ে টুইটারে লেখেন, ‘কিভাবে একটা সিদ্ধান্ত একটা দলকে অপরিচিত করে দেয়। কিভাবে একটা সিদ্ধান্ত এতগুলো মানুষকে চাকরিবিহীন করে দেয়। কিভাবে একটা সিদ্ধান্ত এতগুলো পরিবারের উপর প্রভাব ফেলে। কিভাবে একটা সিদ্ধান্ত এতগুলো মানুষের ক্যারিয়ার শেষ করে দেয়। এভাবে তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চাইনি। ’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গেও কথা বলেন রাজা। বলেন, ‘আমি ঠিক জানি না কিভাবে সামনে আগাবো। আমাদের বলা হয়েছে আমাদের নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কতদিনের জন্য তা বলা হয়নি। দুই বছরের নিষেধাজ্ঞা সাধারণত ক্যারিয়ার শেষ করে দেয়। আমি আসলে অবস্থাটা বুঝতে পারছি না কিন্তু কেউই কি আমাদের বাড়ির দায়িত্বটা নেবে! বস্তুত জিম্বাবুয়েতে ক্রিকেট শেষ হয়ে গিয়েছে। আমি জানি না এটা কিভাবে কেউ করতে পারে কিন্তু আমাদের সঙ্গে হয়েছে। ’

‘আমি জানি না আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কোথায় যাচ্ছি। আমাদের জন্য কি এটা ক্লাব ক্রিকেট নাকি অন্য কিছু? আমরা কি আমাদের ক্রিকেটের কিট পুড়িয়ে দিয়ে নতুন চাকরির আবেদন করবো? আমি জানি না এখন আমাদের কী করা উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।