ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এটাই শেষ বিদেশ সফর: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এটাই শেষ বিদেশ সফর: মাশরাফি সংবাদ সম্মেলনে কথা বলছেন মাশরাফি-ছবি: শোয়েব মিথুন

‘কবে অবসর নিচ্ছেন?’ ২০১৯ বিশ্বকাপ শুরুর আগে থেকেই এই এক প্রশ্ন শুনতে হচ্ছে মাশরাফিকে। সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হওয়ার পর তার অবসর নিয়ে গুঞ্জনের আগুনে যেন ঘি পড়লো। যদিও বিশ্বকাপ মিশন শেষে তিনি জানিয়ে দিয়েছিলেন, দেশে ফিরে সিদ্ধান্ত জানাবেন। দেশে ফিরে ‘অবসর নিয়ে এখনই ভাবছেন না’ বলেই জানিয়েছিলেন টাইগার দলপতি। 

তবে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়ে বিদেশ সফরকে ‘বিদায়’ জানানোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন মাশরাফি বিন মর্তুজা। অর্থাৎ, এটাই তার শেষ বিদেশ সফর।

তবে আপাতত এসব মাথায় না নিয়ে সফর নিয়েই ভাবছেন তিনি। শ্রীলঙ্কা থেকে ফিরে শেষে অবসর নিয়ে চিন্তা করবেন বলেও জানালেন।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শুক্রবার (১৯ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এটা (অবসর) নিয়ে এখন চিন্তা করছি না। ওখানে (শ্রীলঙ্কায়) খেলতে যাচ্ছি এটাই চিন্তা করছি। তবে আমি বলবো এটাই শেষ বিদেশ সফর। এরপর বেশি ওয়ানডে ম্যাচ নাই। খেলে আসার পর চিন্তা করবো। এটা আপনাদের কাছে নিউজ কিন্তু আমার কাছে চিন্তা করার বিষয়। ’   

শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। তবে সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোয় একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।