ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় টি-২০ দলে ফিরলেন নারাইন-পোলার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ক্যারিবীয় টি-২০ দলে ফিরলেন নারাইন-পোলার্ড ছবি:সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের প্রথম দুটির জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন স্পিনার সুনিল নারাইন ও অলরাউন্ডার কাইরন পোলার্ড। এছাড়া এখন পর্যন্ত জাতীয় দলে না খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্থনি ব্রাম্বেলকেও নেওয়া হয়েছে।

তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও নেওয়া হয়েছে। যদিও সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে হাঁটুর ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন তিনি।

তবে ফিটনেস পরীক্ষা দিয়েই তিনি দলে ফিরেছেন। ওপেনার জন ক্যাম্পবেল এই দলে। যেখানে তারকা ক্রিস গেইল কানাডায় অনুষ্ঠেয় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন।

সর্বশেষ দুই বছর আগে টি-২০ খেলা নারাইন এই সিরিজে স্পিন সঙ্গী হিসেবে পাচ্ছেন খ্যারে পিয়েরেকে। তবে ইংল্যান্ড বিশ্বকাপে দলে ডাক পেলেও তিনি ৫০ ওভারের ক্রিকেটে আত্মবিশ্বাসী নন বলে নিজেকে সরিয়ে নেন।

গায়ানায় অনুষ্ঠিত তৃতীয় টি-২০তে দলে পরিবর্তন আনতে পারেন ক্যারিবীয় নির্বাচকরা। যেখানে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টও খেলবে উইন্ডিজ। ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের লডারহিলে প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যান্থনি ব্র্যাম্বল (উইকেটরক্ষক), জন ক্যাম্পবেল, শেলডন কোটরেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনিল নারাইন, কেমো পল, খ্যারে পিয়েরে, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, ওশানে টমাস।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।