ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ থেকেই বদলে যাচ্ছে টেস্টের জার্সি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
অ্যাশেজ থেকেই বদলে যাচ্ছে টেস্টের জার্সি  নতুন টেস্ট জার্সি: ছবি-সংগৃহীত

আসন্ন অ্যাশেজ সিরিজ থেকে বদলে যাচ্ছে টেস্ট ক্রিকেটের জার্সি। প্রথমবারের মতো খেলোয়াড়দের নাম ও নাম্বার দেখা যাবে সাদা পোশাকের জার্সিতে।

ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে জার্সির পেছনে নাম ও নাম্বারের প্রচলন হয়ে আসছে অনেকদিন আগে থেকে। কিন্তু টেস্ট ক্রিকেট ঐতিহ্য ভাঙতে চায়নি।

১৪২ বছর পার হয়ে গেলেও জার্সির পেছনে খেলোয়াড়দের নাম ও নাম্বার দেখা যায়নি টেস্ট ক্রিকেটে।  

তবে এবার সেই ঐতিহ্য ভাঙতে যাচ্ছে। অ্যাশেজ দিয়েই টেস্ট ক্রিকেটে প্রচলন হচ্ছে খেলোয়াড়দের নাম ও নাম্বার লেখা জার্সি। ইংল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে বিষয়টি। ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুটের পেছনে ৬৬ নাম্বার সাদা জার্সি পরিহিত একটি ছবি পোস্ট করে ইংল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘টেস্টের জার্সিতে পেছনে নাম এবং নাম্বার থাকছে। ’ 

সাদা পোশাকে জো রুট: ছবি-সংগৃহীত এছাড়া আইসিসি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দুই ইংলিশ তারকা মঈন আলী ও স্টুয়ার্ট ব্রডের নাম ও নাম্বার সংবলিত সাদা পোশাকের ছবি পোস্ট করে লিখেছে, ‘লাল বল, সাদা জার্সি, জার্সি নাম্বার। ’ 

চলতি বছরের শুরুতে জানানো হয়, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটের জার্সিকে আধুনিকায়ন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।