ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

দাপুটে জয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
দাপুটে জয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ ‘এ’ দল ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছেন রাহি। ছবি:সংগৃহীত

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ফলে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচ জিততেই হতো ইমরুল কায়েসদের। আর হলোও তাই, একেবারে দাপুটে জয়েই সিরিজে ফিরলো লাল-সবুজের এই দলটি। ৭ উইকেটে জিতে ২-১ এ ব্যবধান কমালো।

বুধবার (২৪ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা আফগানিস্তান বাংলাদেশ বোলারদের তাণ্ডবে ৩২.৪ ওভারে মাত্র ১২২ রানে গুটিয়ে যায়। পরে ফজলে মাহমুদের হাফসেঞ্চুরিতে ভর করে ৩ উইকেট হারিয়ে ও ১১৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ।

১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার ও অধিনায়ক ইমরুল কায়েস ২৩ রানের বিদায় নেন। মোহাম্মদ নাঈম ও জাকির হাসানও দ্রুত মাঠ ছাড়েন। তবে ফজলে মাহমুদ ও আফিফ হোসেনের অপরাজিত ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফজলে ৭৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৭ ও আফিফ ২১ রান করেন।

আফগান বোলারদের মধ্যে ফরিদ আহমেদ, করিম জানাত ও জিয়া-উর-রহমান একটি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আবু জায়েদ রাহি ও মেহেদি হাসানদে তোপে পড়ে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ইমরাহীম জাদরান। তবে আর কেউই বলার মতোর স্কোর করতে পারেননি।

ডানহাতি পেসার রাহি ৫.৪ ওভারে মাত্র ২৮ রানে ৪টি উইকেট তুলে নেন। ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে ওঠে। স্পিনার মেহেদি পান ৩টি উইকেট। এছাড়া আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।