ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

১৬ মাস পর টেস্টে ফিরছেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
১৬ মাস পর টেস্টে ফিরছেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট: ছবি-সংগৃহীত

কেপটাউন টেস্টের কলঙ্কজনক অধ্যায়র পর পেরিয়ে গেছে ১৬ মাস। অবশেষে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ফিরেছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য ১৭ জনের ঘোষিত দলে ডাক পেয়েছেন সেই কলঙ্কজনক অধ্যায়ের এই তিন হোতা। 

গত বছরের মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিংয়ের কারণে জাতীয় দলের জার্সিতে নিষিদ্ধ হোন তখনকার অজি অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার। এছাড়া যার হাত দিয়ে বল বিকৃতি ঘটেছিল সেই ব্যানক্রফট পান ৯ মাসের নিষেধাজ্ঞা।

আইসিসি অবশ্য তাদের নিষেধাজ্ঞা শিথিল রেখেছিল। কিন্তু ছাড় দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেই কলঙ্কজনক ঘটনার পর ২০১৯ বিশ্বকাপ দিয়ে জাতীয় দলের রঙিন জার্সিতে ফিরেছেন স্মিথ-ওয়ার্নার। এবার ফিরছেন সাদা পোশাকেও। সঙ্গে থাকছেন ব্যানক্রফটও।  

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের মাঝখানে স্মিথের অধিনায়ত্ব কেড়ে নিয়ে দায়িত্ব দেওয়া হয় টিম পেইনকে। অ্যাশেজ সিরিজের জন্যও নের্তৃত্বের ভার রাখা হয়েছে পেইনের কাঁধেই।  

এছাড়া ঘরোয়া লিগে ভালো খেলার স্বীকৃতি স্বরূপ দুই বছর পর টেস্টে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। প্রথমবারের মতো ব্যাগি গ্রিন ওঠতে যাচ্ছে মাইকেল নেসারের মাথায়। এবারের অ্যাশেজের প্র্রথম ম্যাচটি হবে ১ আগস্ট, বার্মিহামে।  

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), ক্যামরন ব্যানক্রফট, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, পিটার সিডল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও ডেভিভ ওয়ার্নার।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ইউবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।