ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় বোলার শামিকে ভিসা দিল না মার্কিন দূতাবাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ভারতীয় বোলার শামিকে ভিসা দিল না মার্কিন দূতাবাস মোহাম্মদ শামি: ছবি-সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের সঙ্গে মার্কিন দূতাবাসে আবেদন করেছিলেন মোহাম্মদ শামি। কিন্তু প্রতিকূল ‍পুলিশি রেকর্ডের জন্য ভিসা বাতিল হয়ে গেছে ভারতীয় এই গতি তারকার। 

শামির ভিসা প্রাথমিকভাবে বাতিল করে দিয়েছে মুম্বাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাস । পুলিশ ভেরিফিকেশন রেকর্ডে তার আবেদন পত্রের অসম্পূর্ণতা বেরিয়ে আসে।

শামি কলকাতা পুলিশের অধীনে ৪৯৮এ ধারা (যৌতুক হয়রানি) এবং ৩৫৪এ (যৌন হয়রানি) মামলায় অভিযুক্ত ছিলেন। গত বছর তার স্ত্রী হাসিন জাহান কলকাতা পুলিশের কাছে শামির নামে এই এফআইআর ফাইল করেন। মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি।  

অবশ্য শামিকে ভিসা বাতিলের লজ্জার হাত থেকে বাঁচিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআই এর সিইও রাহুল জোহরি শামির পক্ষে সুপারিশপত্র লিখেছে দূতাবাসের কাছে।  

শামি ভিসার জন্য পুনরায় আবেদন করবেন দূতাবাসে। তাকে ভিসা পেতে সাহায্য করছে দেশটির পুলিশও। নয়তো টিম ইন্ডিয়ার সঙ্গে ক্যারিবিয়ান সফরে যেতে পারবেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াডে আছেন শামি।  

ক্যারিবিয়ান সফরের জন্য বিরাট কোহলিরা মুম্বাই ছাড়বেন ২৯ জুলাই।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।