ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের অ্যাশেজ দলে আর্চার, সহ-অধিনায়ক স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ইংল্যান্ডের অ্যাশেজ দলে আর্চার, সহ-অধিনায়ক স্টোকস আর্চার ও স্টোকস-ছবি: সংগৃহীত

অ্যাশেজের প্রথম ম্যাচের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার প্রথমবারের মতো ইংলিশ টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার জোফরা আর্চার। জ্যাক লিচ ও লুইস গ্র্যাগরি বাদ পড়লেও ফিরেছেন জস বাটলার। অন্যদিকে অ্যাশেজ দিয়েই প্রথমবারের মতো সহ-অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন বিশ্বকাপ ফাইনালের নায়ক বেন স্টোকস।

বৃহস্পতিবার (১ আগস্ট) এজবাস্টনে শুরু হচ্ছে অ্যাশেজের প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়ে এক টেস্টের বিরতি শেষে দলে ফিরছেন বাটলার ও স্টোকস।

দুজনেই আইরিশদের বিপক্ষে লর্ডস টেস্টের দলে ছিলেন না। জ্যাক লিচ ও লুইস গ্র্যাগরি যে বাদ পড়বেন তা অনেকটা আগে থেকেই নির্ধারিত ছিল।  

এদিকে ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন পেসার জেমস অ্যান্ডারসন। ফলে প্রথম ম্যাচের স্কোয়াডে তাকেও রাখা হয়েছে। আর বিশ্বকাপে ভালো করার পুরস্কারস্বরূপ স্টোকস পেলেন সহ-অধিনায়কত্ব।

ইংল্যান্ড স্কোয়াড:
জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, স্যাম কারেন, জো ডেনলি, জেসন রয়, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।