ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

আমিরের অবসরে হতাশ শোয়েব-আকরাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আমিরের অবসরে হতাশ শোয়েব-আকরাম মোহাম্মদ আমির। ছবি: সংগৃহীত

মাত্র ৩৬টি টেস্ট খেলেই ২৭ বছর বয়সে সাদা পোশাক থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। শুক্রবার (২৬ জুলাই) হঠাৎ করে তার দেওয়া এই ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট জুড়ে আলোচনার ঝড় চলছে।

সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার ও কিংবদন্তি ওয়াসিম আকরাম মেনেই নিতে পারছেন না এত কম বয়সে আমিরের এই সিদ্ধান্ত। তার এমন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করেন তারা।

শোয়েব মনে করেন, সীমিত ওভারের ক্রিকেটের জন্য সেরা ফরম্যাট ছাড়া বোকামি। তিনি বলেন, ‘আমি খুবই হতাশ, আমিরের এই সিদ্ধান্তে। এই বয়সে একজন ক্রিকেটার ক্যারিয়ারের সেরা সময়ে থাকেন। এটাই পাকিস্তান ক্রিকেটের জন্য কিছু করার সময় আমিরের। টেস্টে পাকিস্তান ক্রিকেটের এখন খারাপ সময় চলছে। আমি কনুইয়ে ইনজুরি নিয়েই পাকিস্তানকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে সাহায্য করেছিলাম। ’

শোয়েব জানান, বোর্ডের সদস্য হলে তিনি কোনোভাবেই আমিরের এই সিদ্ধান্ত মেনে নিতেন না। আরও যোগ করেন, ‘আমি যদি পাকিস্তান নির্বাচক কমিটির সদস্য হতাম তবে আমি এই ছেলেকে (আমির) টি-টোয়েন্টি খেলতে দিতাম না। হয়তো এখন অর্থ অর্জনের বয়স কিন্তু তার থেকেও বেশি পাকিস্তান ক্রিকেটে তাকে প্রয়োজন। মাত্র ২৭ বছর বয়সে একজন ক্রিকেটারের টেস্ট থেকে অবসর তার মানসিকতা প্রকাশ করে। আমার মতে প্রধানমন্ত্রী ইমরান খানের এই ব্যাপারে নজর দেওয়া উচিৎ। ’

ওয়াসিম আকরাম এক টুইটে লিখেছেন, ‘আমার জন্য মোহাম্মদ আমিরের টেস্ট থেকে অবসর খুবই বিস্ময়কর। কারণ ২৭-২৮ বছর বয়সে টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে সেরা প্রমাণ করার বয়স। ’

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।