শনিবার (২৭ জুলাই) বিকেএসপিতে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ আনঅফিসিয়াল ওয়ানডেতে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথম দফা বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে আসা ইনিংসে টসে হারা বাংলাদেশ ১৭৬ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশের ইনিংসের ৩৮.৪ ওভারে বৃষ্টি হানা দেয়। পরে আম্পায়াররা ম্যাচটি ৪০ ওভারে নামিয়ে আনেন। এসময় অলআউট হওয়ার আগে ১৭৬ রান করতে পারে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে ৪৫ করেন আফিফ হোসেন। আর ৩৩ রান আসে অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে। তবে সফরকারী বোলারদের সামনে অন্যরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলে দু’শ রানও করতে পারেনি দলটি।
আফগান বোলারদের মধ্যে নাভেদ-উল-হক ৫টি উইকেট তুলে নেন। এছাড়া সরফুদ্দিন আশরাফ ও কোয়াইস আহমেদ একটি করে উইকেট দখল করেন।
ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে আফগানিস্তানের টার্গেট দাঁড়ায় ১৮৭। আর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ৮.২ ওভারেই ঝড়ো ৫৭ রান তুলে ফেলেন। তবে ফের বৃষ্টি আঘাত করলে ম্যাচটি পরিত্যক্ত হয়। ইব্রাহীম জাদরান ৩০ ও রহমতউল্লাহ গুরবাজ ২১ রানে অপরাজিত থাকেন।
সিরিজে বাংলাদেশ এখনও ২-১ ব্যবধানে পিছিয়ে আছে। তবে শেষ ম্যাচটি জিততে পারলে সমতা নিয়ে শেষ করতে পারবে লাল-সবুজের এই দল।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএমএস