ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

মোশাররফ রুবেলকে আর্থিক সহায়তা দেবে বিসিবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
মোশাররফ রুবেলকে আর্থিক সহায়তা দেবে বিসিবি ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল

ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

শনিবার (২৭ জুলাই) বিসিবি’র সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান,  রুবেলকে ১০ লাখ টাকা দেবে বিসিবি।  
 
গত ১০ মার্চ ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের।

এর চারদিন পর ১৪ মার্চ অস্ত্রপচারের জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্বাবধানে ১৯ মার্চ রুবেলের সফল অস্ত্রপচার করা হয়।
 
রুবেলের টিউমারে কোনো ক্যান্সারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে ক্যান্সার যেন বাসা বাঁধতে না পারে সেজন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত কেমো ও রেডিওথেরাপি নিতে হচ্ছে রুবেলকে।  

কিন্তু এ চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এজন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
আরএআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।