ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবি’র বাজেটে লাভ ৫৫ কোটি টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
বিসিবি’র বাজেটে লাভ ৫৫ কোটি টাকা বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সভা

দীর্ঘ ছয় মাস পর শনিবার (২৭ জুলাই) বসে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সভা। দীর্ঘ সময় পর সভা অনুষ্ঠিত হওয়ায় নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। নেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। এই সভার সিদ্ধান্তগুলো হচ্ছে: 

১. বোর্ড সভায় ২০১৯-২০ অর্থ বছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেটে ক্রিকেট বোর্ডের আয় ধরা হয়েছে ২৪৩.৬১ কোটি টাকা।

ব্যয় ধরা হয়েছে ১৮৮ কোটি টাকা। অর্থাৎ বাজেটে ৫৫ কোটি টাকা উদ্বৃত্ত হবে।
 
২. কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি’র অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করা হবে। সেখানেই একটি আন্তর্জাতিকমানের একাডেমি তৈরি করবে বিসিসি।
 
৩. পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য আন্তর্জাতিকভাবে পরামর্শক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে।
 
৪. ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ানের সঙ্গে চুক্তি ২০২০ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।
 
৫. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল ও ইয়ুথ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।
 
৬. প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী দল গঠন করা হবে।
 
৭. বিসিবি’র সাধারণ বার্ষিক সভা অক্টোবরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
 
৮. চিকিৎসার জন্য মোশাররফ রুবেল ও রাম চান্দ গোয়ালাকে ১০ লাখ টাকা ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাহবুবব আলম খানকে ২ লাখ টাকা দেওয়া হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরকেও চিকিৎসার জন্য সাহায্য করবে। এছাড়া কাবাডি ফেডারেশনকে ভালো কোচ নিয়োগের জন্য তিন বছরে মোট ৩০ লাখ টাকা দেবে বিসিবি।
 
৯. অাগামী ০৩ ডিসেম্বর বিপিএল ক্রিকেটের সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে অার ০৬ ডিসেম্বর হবে প্রথম ম্যাচ।
 
১০. সভায় নির্বাচকদের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।