ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

অধিনায়ক তামিমই দলের ব্যাটিং ভরসা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
অধিনায়ক তামিমই দলের ব্যাটিং ভরসা ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে শুরুটা হয়েছে হার দিয়ে। প্রথম ওয়ানডেতে ৯১ রানের পরাজয় বাংলাদেশকে বেশ পেছনেই ঠেলে দিয়েছে। আর দলের নেতৃত্বে থাকা তামিম ইকবাল লাসিথ মালিঙ্গার এমন এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন, যা নিয়ে এখনও আলোচনা চলছে।

দীর্ঘদিন ধরে লঙ্কানদের বোলিংয়ে মূল শক্তি হিসেবে কাজ করেছেন মালিঙ্গা। তবে প্রথম ওয়ানডের পরই ওয়ানডে ক্রিকেটকে অবসর জানিয়ে দেন ডানহাতি এই ফাস্ট বোলার।

ফলে এই ম্যাচে অনেকটাই নির্ভার টাইগাররা। যেখানে বাংলাদেশের ব্যাটিংয়ে ফের ভরসা হয়ে উঠতে পারেন তামিম।

যদিও সাকিব আল হাসানের অনুপস্থিতে সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ব্যাটিংয়ে ব্যাটিংয়ে দলকে সার্ভিস দেবেন বলে সমর্থকরা বিশ্বাস করেন। যেখানে প্রথম ম্যাচে মুশফিক দলীয় সর্বোচ্চ ৬৭ রান করেছিলেন।

এদিকে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাংলাদেশ কোচ খালেদ মাহমুদ সুজনের মতে, মাঠে বাড়তি মনোযোগই পারে দলকে ম্যাচে ফেরাতে। তবে প্রথম ম্যাচ হারলেও দল পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান।

রোববার (২৮ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।