ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

এসএমসি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসএমসি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের দুটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (২৮ জুলাই) রাজধানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এসএমসির ড্রিংকিং ওয়াটার, যেটা বাজারে আসার অপেক্ষায় আছে এবং স্মাইল বেবি ডায়াপারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ছোটবেলা থেকেই এসএমসির নাম শুনে আসছি।

এর সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। এসএমসির সাথে চুক্তিবদ্ধ হতে পেরে ভালো লাগছে। আশা করি এই পথ চলাটা সুন্দর হবে। ’

এসময় উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের মার্কেটিং বিভাগের জি.এম খন্দকার শামীম রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।