ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-নৈপুণ্যে লঙ্কানদের ২৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
মুশফিক-নৈপুণ্যে লঙ্কানদের ২৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শট খেলার পথে মুশফিক: ছবি-সংগৃহীত

সিরিজ বাঁচিয়ে রাখার ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২৩৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দিয়েছে মুশফিকুর রহিমের ব্যাট। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ব্যাক টু ব্যাক ফিফটির ওপর ভর ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে টাইগাররা।

 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্য়য়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২৬ রানে সৌম্য সরকারকে হারানোর পরপরই তাসের ঘরের মতো ভেঙে যায় টাইগারদের ব্যাটিং লাইন-আপ। দলকে ৩১ রানে রেখে ব্যক্তিগত ১৯ রানের মাথায় ইসুরু উদানার বলে বোল্ড হোন অধিনায়ক তামিম ইকবাল। দুই ওপেনারের পথে হাঁটেন মোহাম্মদ মিঠুন ( ১২)।

সতীর্থদের যাওয়া-আসার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। ৭১ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম ফিফটি। তার আগে ৮ রান করে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পরে তৃতীয় বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পা রাখেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

দলের বিপর্যয়ের মুখে মুশফিককে সঙ্গ দিতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ (৬)। দল তিন অঙ্কের ঘরে পা রাখার আগে গত ম্যাচের হাফসেঞ্চুরিয়ান সাব্বির রহমান (১১) শিকার হোন রান আউটের। মোসাদ্দেক হোসেন সৈকতও (১৩) দলকে খাদে রেখে ফিরে যান।  

এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মুশফিক ও মেহেদী হাসান মিরাজ মিলে গড়েন ৮৪ রানের জুটি। দলীয় ২০১ রানে দুর্দান্ত খেলতে থাকা মিরাজকে ফিফটি (৪৩) বঞ্চিত করেন নুয়ান প্রদীপ। তাইজুল ইসলাম রান আউট হোন ব্যক্তিগত ৩ রানে।

টাইগারদের রান বাড়ানোর পাশাপাশি সেঞ্চুরির আশা জাগিয়ে তুলেন মুশফিক। কিন্তু পর্যাপ্ত ওভার না থাকায় ৯৮ রানে অপরাজিত থাকতে হয় তাকে। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ১ ছক্কায়।  ২ রানে অপরাজিত ছিলেন মোস্তাফিজুর রহমান।  

শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন প্রদীপ, উদানা ও আকিলা ধনাঞ্জয়া।  

রোববার (২৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। লঙ্কানদের বিপক্ষে সিরিজ টিকে থাকলে হলে ম্যাচটিতে জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিমদের। প্রথম ম্যাচে ৯১ রানে টাইগারদের হারিয়ে লাসিথ মালিঙ্গাকে চমৎকার বিদায়ী উপহার দিয়েছে দিমুথ করুনারত্নের দল।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।