ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজে টিকে রইল যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজে টিকে রইল যুবারা অনূর্ধ্ব-১৯। ছবি-সংগৃহীত

ভারত-ইংল্যান্ড-বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে চলছে ত্রিদেশীয় সিরিজ। ভারতের বিপক্ষে একটি হার ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ জিতে সিরিজে টিকে রইল বাংলাদেশের যুবারা। রোববার (২৮ জুলাই) ইংল্যান্ড যুবাদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

ইংলিশদের বিপক্ষে ৬ উইকেটেরে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে ২৪৩ রানে আটকে যায় ইংল্যান্ড যুব দল।

জবাবে মাহমুদুল হাসান জয়ের ৮১ আর তৌহিদ হৃদয়ের ৭৫ রানের ওপর ভর করে ৭ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান ২০, পারভেজ হোসেন ইমন ৩২ ও শাহাদাত হোসেন অপরাজিত ১০ রান করেন।  

বাংলাদেশের পক্ষে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী একাই শিকার করেন চারটি উইকেট। আর তানজিম হাসান সাকিব দুটি ও রাকিবুল হাসান একটি উইকেট শিকার করেন।
 
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের পক্ষে হাফ সেঞ্চুরি করেন ওপেনার বেন চার্লসওর্থ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৮ রান। এ ছাড়া লুইস গোল্ডসওর্থি ৩৬, ফিনলে বিন ৩৬, জ্যাক হায়নেস ৩৫ ও অধিনায়ক জর্জ হিল ৩০ রান করেন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।