ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওপেনারদের হয়ে হাল ধরলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ওপেনারদের হয়ে হাল ধরলেন মুশফিক মুশফিকুর রহিম।ফাইল ছবি- বাংলানিউজ

বিশ্বকাপ থেকেই বাংলাদেশের শুরুর দিকের ব্যাটিংয়ের বেহাল দশা। এক সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম ছাড়া তেমন ধারাবাহিক বড় রান আসেনি কারো ব্যাট থেকেই। তবুও তাদের ছায়ায় বিশ্বকাপে অনেকটাই উৎরে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। কিন্তু শ্রীলঙ্কা সফরে সাকিব না থাকায় বাংলাদেশের ব্যাটিংয়ের দৈন্যদশা বের হয়ে গেছে। তবুও ওপেনারদের হয়ে হাল ধরলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক।

শ্রীলঙ্কা সফরে এরই মধ্যে দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। দুই ম্যাচেই বাংলাদেশের পারফরম্যান্স একেবারেই নির্বিষ।

ধার নেই বোলারদের বলে। রান নেই ব্যাটসম্যানদের ব্যাটে। বিশেষ করে দুই ওপেনার যেনো কোনোভাবেই নিজেদের খুঁজে পাচ্ছেন না।

গত ১১ ইনিংসে মাত্র একটি ফিফটি তামিমের। আর তার সঙ্গী সৌম্য গত ১০ ইনিংসেই ফিফটির দেখা পাননি। তবে ওপেনারদের দোষ দিতে নারাজ মুশফিক। বলেন, ‘বিশ্বকাপে কেউ খুব বেশি খারাপ করেনি। তারা হয়তো অনেক বড় বড় ইনিংস খেলেনি, কিন্তু ভালো শুরু এনে দিয়েছিল। আমার মনে হয় সবই ঠিক আছে, শুধু ওই জায়গায় দীর্ঘ সময় থাকতে পারছে না। আজ যেমন তামিম দুর্ভাগা, প্লেড অন হয়ে গেছে। আমাদের ভাগ্য পক্ষে নেই। কিন্তু তারা ভালো চেষ্টাই করছে। আশা করবো পরের ম্যাচে ভালো শুরু এনে দেবে। ’

মুশফিক মনে করেন, ব্যাটিংয়ে সব সময় ভালো শুরু এনে দেওয়াটা যেমন ওপেনারদের দায়িত্ব, তেমনি শুরুতে উইকেট পড়ে গেলেও গুছিয়ে নেওয়া মিডলঅর্ডারের দায়িত্ব।

বলেন, ‘ওপেনাররা সব সময় ভালো শুরু এনে দেবে আর আমরা সেই ভিত্তি পেয়ে রান করবো, এমন তো নয়। অনেক সময় তো নাও করতে পারে। যেকোনো প্রতিপক্ষ চেষ্টা করে শুরুতেই এক বা দুই উইকেট ফেলে দিতে। আমরাও নতুন বলে উইকেট পাওয়ার গেম প্ল্যান করি। সে ক্ষেত্রে ওরা একদিন সফল না হতেই পারে। কিন্তু ওরা চেষ্টা করছে। আশা করছি তামিমও ঘুরে দাঁড়াবে, অন্য যারা ওপরে খেলছে তারাও ভালো করবে। ’

৩১ জুলাই কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।