ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

সামারভিল-প্যাটেলসহ কিউই টেস্ট দলে চার স্পিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
সামারভিল-প্যাটেলসহ কিউই টেস্ট দলে চার স্পিনার ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে কিউই দলে রাখা হয়ে চার স্পিনারকে। আর এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতানোর পেছনে দুই স্পিনার উইল সামারভিল ও এজাজ প্যাটেলের ভূমিকা ছিল। এই সিরিজেও তাদের রাখা হয়েছে।

এছাড়া ইনজুরির কারণে ২০১৭ সালের পর সাদা পোশাকে খেলতে না পারা মিচেল স্যান্টনারও ফিরেছেন। আছেন সাত বছর আগে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া টড অ্যাস্টেলও।

আগামী ১ আগস্ট থেকে অ্যাশেজের মধ্যদিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। যেখানে ৯টি দল দুই বছর একে অপরের সঙ্গে খেলবে। আর ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে ২০২১ সালের জুনে অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি ড্র বা টাই হলে, লিগ পর্বের শীর্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে।

শ্রীলঙ্কা সফরে গলে ১৪ আগস্ট প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টেল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, জিত রাভাল, উইল সামারভিল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।