আগের দিন ৯২ রান নিয়ে চোটে পড়ে মাঠ ছাড়া সাইফ হাসান আর কোনো রান যোগ করতে পারেননি। দলীয় ২৮৮ রানে ইসাসির আলী চৌধুরিকে (৬২) হারানোর পরপরই ফেরেন সাইফ।
এরপর প্রতিরোধ বলতে ছিল কেবল নাজমুল হাসান শান্তর ৩৯ রানের ইনিংস। কাজী নুরুল হাসান (১৫), আরিফুল হকের (১২) সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে ৩০০ রানের ইনিংস এনে দেন তিনি। দলীয় ৩৩২ রানে শান্ত ও কামরুল হাসান রাব্বিকে (০) হারায় বিসিবি। স্কোরবোর্ডে আর দুই রান যোগ হতেই থেমে যায় বিসিবির প্রথম ইনিংস। শহিদুল ইসলামের ব্যাট থেকে এসেছে ২ রান। অপরাজিত ছিলেন এবাদত হোসেন (০)।
মিনি রঞ্জি ট্রফিতে বেঙ্গালুরুর আলুর স্টেডিয়ামে চার দিনের টেস্টের সেমিফাইনালের দ্বিতীয় দিনে বিসিবির বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২১০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ।
ওপোনিংয়ে নেমে বিসিবির বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে সেঞ্চুরি করেছেন রিশভ তিওয়ারি। শেষ পযর্ন্ত তাকে ব্যক্তিগত ১০০ রানের মাথায় রান আউট করেন সাইফ। তার আগে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আরেক ওপেনার জিবনজিৎ সিংয়ের (৪৭) ফিফটি কেড়ে নেন সানজামুল ইসলাম।
ছত্তিশগড়ের দলীয় ১০৫ রানের মাথায় জোড়া আঘাত হানেন সাইফ। অভিনাশ সিং দাহিলওয়ালকে (২) ফেরানোর পরের বলে আমানদীপ খারেকে (০) সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। কিন্তু সাইফের সুযোগ নষ্ট করে দেন শশাঙ্ক। ৫৯.১ ওভারে দলীয় ২১০ রানে রিশভ ফেরার সঙ্গে সঙ্গে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিক দলটি। ৫৪ রানে অপরাজিত থাকা শশাঙ্ক তৃতীয় দিন শুরু করবেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জু্লাই ২৯, ২০১৯
ইউবি