ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাকে সঙ্গী করে হজে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
মাকে সঙ্গী করে হজে যাচ্ছেন সাকিব সাকিব ও তার মা-ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে মাকে সঙ্গী করে হজে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ কারণেই শ্রীলঙ্কা সফরে বিশ্রাম চেয়েছিলেন সাকিব। হজ ফ্লাইট শুরু হয়ে গেছে। আগষ্টের প্রথম সপ্তাহেই যাওয়ার কথা আছে তার।

সাকিব বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন। ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট।

বিশ্বকাপ শেষে সবাই দেশে ফিরলেও ফেরেননি সাকিব। স্ত্রী ও কন্যাকে নিয়ে ইউরোপে সময় কাটান। এরপর যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যাকে রেখে গত শনিবার (২৭ জুলাই) দেশে ফেরেন সাকিব।

এর আগে গেল বছর সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি হয়ে হজ পালন করেন সাকিব। কিন্তু এবার মাকে সঙ্গে নিয়ে নিজের মতো করে হজে যাবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।