ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ছত্তিশগড়কে ২২৮ রানের টার্গেট দিল বিসিবি একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ছত্তিশগড়কে ২২৮ রানের টার্গেট দিল বিসিবি একাদশ আরিফুল-ছবি: সংগৃহীত

মিনি রঞ্জি ট্রফিতে তৃতীয় দিন শেষে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘকে ২২৮ রানের টার্গেট দিয়েছে বিসিবি একাদশ। বিসিবি’র বোলারদের এনে দেওয়া সুবিধা তৃতীয় দিনে কাজে লাগাতে পারেনি ব্যাটসম্যানরা।

৪ উইকেটে ২১০ রান নিয়ে তৃতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে ছত্তিশগড়। কিন্তু বিসিবি’র বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা।

৪৭ রান যোগ করতেই বাকি সব উইকেট হারায় ছত্তিশগড়। ৫৪ রানে অপরাজিত থাকা শশাঙ্ক ছাড়া কোনো ব্যাটসম্যানই রান করতে পারেননি। ২৫৭ রানে গুটিয়ে যায় ছত্তিশগড়ের প্রথম ইনিংস। শশাঙ্ক ৮৫ রান করে আউট হন।

বিসিবি একাদশের সাইফ হাসান, আরিফুল হক ও নাজমুল হোসাইন শান্ত ২টি এবং এবাদত হোসাইন ও সানজামুল ইসলাম ১টি উইকেট নেন।

বোলারদের এনে দেওয়া লিডটাকে কাজে লাতে পারেনি বিসিবি। ৭৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বিসিবি’র ব্যাটসম্যানরা। ৪৮ রানে টপ অর্ডারের ৫ ব্যাটসম্যান হারিয়ে চাপে পড়ে।

সেই চাপ আর সামলে উঠতে পারেনি বিসিবি একাদশ। আরিফুল ছাড়া কেউই রানের দেখা পাননি। তৃতীয় তিন শেষে দ্বিতীয় ইনিংসে বিসিবি একাদশ ১৫০ রানে অলআউট হয়। আরিফুল ৬৩ রান করে আউট হন।

ছত্তিশগড়ের শুভম আগারওয়াল ৪টি, পুনিট ডাটে ৩টি, বীরপ্রতাপ সিং ২টি এবং শশাঙ্ক ১টি উইকেট নেন।

২২৮ রানের টার্গেটে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।