ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমদের শেষ ম্যাচে প্রথম অধিনায়ককে শ্রদ্ধার্ঘ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
তামিমদের শেষ ম্যাচে প্রথম অধিনায়ককে শ্রদ্ধার্ঘ্য শামীম কবির. ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে বুধবার (৩১ জুলাই)। এই ম্যাচে তামিম-মুশাফিকরা নামবেন কালো ব্যান্ড পরে। সোমবার (২৯ জুলাই) না ফেরার দেশে চলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক শামীম কবিরের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই সিদ্ধান্ত। 

দীর্ঘদিন ক্যানসারে ভুগে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন শামীম কবির। ১৯৭৭ সালে সফরকারী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে বিসিসিবি একাদশের অধিনায়ক হিসেবে মাঠে নামেন তিনি।

সেটিই ছিল স্বাধীন বাংলাদেশে বিসিসিবি একাদশের মোড়কে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ। আর তাই শামীম কবিরকে বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক হিসেবে স্মরণ করা হয়।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এখন শুধু হোয়াইটওয়াশ থেকে বাঁচার ম্যাচ। এই ম্যাচে একদিকে বাংলাদেশ তাদের সদ্য প্রয়াত দেশের প্রথম অধিনায়কের জন্য খেলবে, অপর দিকে শ্রীলঙ্কা ম্যাচটি খেলতে নামবে নুয়ান কুলাসেকেরাকে সম্মান জানাতে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পেসার।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।