ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার চাকরি হারালেন পাকিস্তান কোচ আর্থার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
এবার চাকরি হারালেন পাকিস্তান কোচ আর্থার মিকি আর্থার-ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতার জেরে চাকরি হারিয়েছেন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার কোচরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার। তবে তিনি একাই নন, দলের পুরো সাপোর্ট স্টাফদেরও সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আর্থারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়েছে। আর্থার অবশ্য এরইমধ্যে নতুন চাকরি খুঁজে পাওয়ার পথেই আছেন।

এবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রধান কোচ ট্রেভর বেলিসের উত্তরসূরি হিসেবে তার নাম শোনা যাচ্ছে। আইপিএলের আগামী আসরে বেলিসকে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ হিসেবে দেখা যাবে।

২০১৬ সালের মে’তে পাকিস্তান কোচের দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান আর্থার। এই ৫১ বছর বয়সীর অধীনে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। তবে ২০১৯ বিশ্বকাপে তার অধীনে সরফরাজবাহিনী সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়।

এদিকে শুধু আর্থার নন, চাকরি হারিয়েছেন বোলিং কোচ আজহার মাহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার এবং ট্রেনার গ্র্যান্ট লুডেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।