ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

আমরা অনেক পিছিয়ে আছি: রুমানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
আমরা অনেক পিছিয়ে আছি: রুমানা বাংলাদেশ নারী দলে টি-টোয়েন্টি অধিনায়ক রুমানা আহমেদ। 

ঢাকা: নারীদের এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশ জানান দিয়ে ছিল যে দেশের নারী ক্রিকেট নিয়ে চিন্তা করার সময় এসেছে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নারী দল ছিল উজ্জ্বল। আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ জয়। তবে এসব সাফল্যের মাঝে হতাশাজনক ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স।

কিন্তু চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় নারী দল একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেনি।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর মিরপুরে সেই আক্ষেপের কথা জানিয়েছেন বাংলাদেশ নারী দলে টি-টোয়েন্টি অধিনায়ক রুমানা আহমেদ।

 

তিনি জানান, ‘আমরা এখনও অনেক পিছিয়ে আছি। এবছর এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ আমরা খেলেনি, ‘এ’ টিম কিন্তু ঠিকই খেলেছে।  জাতীয় দল কোনো টুর্নামেন্টেই এখন পর্যন্ত মাঠে নামেনি। ’

বিপিএলের মতো নারীদের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনাতে থাকলেও তা ভাবনার মধ্যেই রয়ে গেছে।  

এনিয়ে রুমানা বলেন, ‘যেখানে আমরা আন্তর্জাতিক দিক দিয়েই পিছিয়ে আছি, সেখানে নারীদের বিপিএল খেলা চিন্তাই করি না।  তারপরও মনে হয় এটা শুরু করতে পারলে আমরা আরও দ্রুত উন্নতি করবো। প্রিমিয়ার লিগে ১২টা দল আছে সেখান থেকে অন্তত চারটা ভালো টিম গড়ে ছোট আকারে আয়োজন করা হলেও আমাদের জন্য ভালো হবে। ’
তবে এসব চিন্তা ফেলে আপাতত বাংলাদেশ নারী দলের লক্ষ্য এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব কেমন করে পার হবে। সেই লক্ষ্যে অনুশীলনও শুরু করবে তারা।

বাংলোদেশ সময়: ০১৫৮ ঘণ্টা,  আগস্ট ০৮, ২০১৯
আরএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।