ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইয়াসির ঝলকে লঙ্কা বধ করল বাংলাদেশের উদীয়মানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ইয়াসির ঝলকে লঙ্কা বধ করল বাংলাদেশের উদীয়মানরা ছবি: সংগৃহীত

জিততে হলে শেষ দুই ওভারে চাই ২০ রান। ২ ছক্কা হাঁকিয়ে কঠিন এই সমীকরণ সহজ করে দিলেন ইয়াসিন আরাফাত। তবে দলের জয়ের মূল নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী। এই দুই তরুণের ব্যাটিং ঝলকেই শ্রীলঙ্কার ইমার্জিং দলকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশের তরুণরা।

বিকেএসপিতে প্রথম ম্যাচে লঙ্কান পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। হারের পর উদীয়মান তারকাদের সঙ্গে কথা বলেছিলেন মাশরাফি-মুশফিকরা।

আর সেই কথা বলাই হয়তো তাতিয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচেই তাই সেই ধাক্কা সামাল দিয়ে দারুণ জয় তুলে নিলেন শান্ত-ইয়াসিররা। তাইতো লঙ্কানদের ছুড়ে দেওয়া ২৭৪ রানের লক্ষ্যও ৩ বল হাতে রেখেই পেরিয়ে এলো ২ উইকেটের জয়।

লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ইমার্জিং দল। স্কোর বোর্ডে ১২ রান তুলতেই বিদায় নেন ওপেনার মোহাম্মদ নাঈম (৫)। এরপর ৬৪ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার সাইফ হাসান (২৭)। এরপর থেকেই দলের রানের চাকা সচল রাখেন শান্ত ও ইয়াসির। দুজনে মিলে যোগ করেন ১২০ রান।  

৮৮ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলে অধিনায়ক শান্ত বিদায় নিলেও দলকে জয়ের পথ দেখান ইয়াসির। ৪২তম ওভারে চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৯৩ বলে ৮৫ রানের ঝলমলে এক ইনিংস। ম্যাচের সেরা এই ইনিংসটি ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় সাজানো। এরপর অবশ্য ৩৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি। তবে মাত্র ৩ বলে ২ ছক্কায় ১২ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইয়াসিন।

এর আগে কামিন্দু মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ফিফটি এবং অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও জিহান ড্যানিয়েলের চল্লিশোর্ধ্ব দুটি ইনিংসে ভর করে ২৭৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা ইমার্জিং দল। বল হাতে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের শফিকুল ইসলাম। ২ উইকেট গেছে নাঈম ইসলামের দখলে। আর ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন সুমন খান, আমিনুল ইসলাম ও ইয়াসিন আরাফাত।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের ইয়াসির আলী।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৪ আগস্ট, খুলনায়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।